আন্তর্জাতিক ডেস্ক
অবৈধভাবে বসবাসকারী প্রবাসী সন্তানদের স্থানীয় স্কুলগুলোতে ভর্তির সুযোগ দিচ্ছে সৌদি সরকার।এছাড়া যেসব প্রবাসী তাদের সন্তানদের ভ্রমণ ভিসায় সৌদি আরবে নিয়ে এসেছেন তাদের সন্তানও প্রজ্ঞাপন অনুযায়ী সৌদি আরবে লেখাপড়ার সুযোগ পাবেন।
সৌদি আরবের প্রভাবশালী ইংরেজি দৈনিক সৌদি গেজেটের প্রকাশিত মঙ্গলবার সৌদি শিক্ষা মন্ত্রণালয় সরকারি এই আদেশের প্রজ্ঞাপন জারি করেন।
সৌদি আরবের নতুন শিক্ষাবর্ষে এইসব অবৈধ প্রবাসী সন্তানদের ভর্তির অনুমতি দেওয়া হবে। এজন্য কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অভিভাবকদের যেমন পাসপোর্ট, রেসিডেন্ট পারমিট (ইকামা), অনুযায়ী ছাত্র এবং পিতা ও মাতার বসবাসের ঠিকানা অন্তর্ভুক্ত করতে হবে।
যেসব প্রবাসী তাদের স্থানীয় স্কুল গুলোতে ভর্তি করার প্রয়োজন মনে করবেন সেইসব স্কুলে যোগাযোগ করে সন্তানদের ভর্তি করার জন্য ফরম পূরণ করতে হবে এবং পাশাপাশি আগামী শিক্ষাবর্ষের আগেই তিনি তার রেসিডেন্ট পারমিট( ইকামা) নবায়ন করবেন মর্মে অঙ্গীকার নামাও দিতে হবে অভিভাবকদের।
এই আবেদনটি সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ অত্র অঞ্চলের আমিরের অফিস থেকে অনুমোদন করে নিবেন।
সৌদি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। এতে করে শিক্ষা কার্যক্রম থেকে পিছিয়ে পড়া প্রবাসী সন্তানরা লেখাপড়ার সুযোগ পাবে।
Discussion about this post