নিজস্ব প্রতিবেদক
জাতির সকল ধরনের ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সর্বদা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, যেকোনো অপশক্তি ও অপতৎপরতা প্রতিহত করতে ভবিষ্যতেও ঢাবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা কার্যকর ভূমিকা পালন করবেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে কালো দিবসের আলোচনা সভায় তিনি এ আশা প্রকাশ করেন।
এ সময় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অমানবিক, অগণতান্ত্রিক, উগ্র ও সাম্প্রদায়িক তৎপরতার বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, কারা নির্যাতিত শিক্ষক অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকসহ অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নেতারা।
রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।
Discussion about this post