নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরবর্তী সাক্ষাৎকারের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২৬ আগস্ট) সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
ঢাবির ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এস তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ক-ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরবর্তী সাক্ষাৎকার নিম্নলিখিত মেধাক্রম ও সময়সূচি অনুযায়ী ফার্মেসী অনুষদের (খন্দকার মোকাররম হোসেন বিজ্ঞান ভবনের ৬ষ্ঠ তলা) কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সাক্ষাৎকারে নিম্নলিখিত কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল মেডশিটসমূহ জমা রাখা হবে। মূল গ্রেডশিট ছাড়া সাক্ষাৎকার গ্রহণ করা হবে।’’
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মেধাক্রম ৪০০১-৪৬০০ পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেধাক্রম ৪৬০১-৫০০০ পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে আনতে হবে-
(ক) ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র
(খ) এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট
(গ) ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং বিষয়সমূহের পছন্দক্রম ফরম। উভয় ফরমে শিক্ষার্থী তারিখ ও মোবাইল নম্বর প্রদান করে স্বাক্ষর করবে। মূল গ্রেডশিটসমূহ জমা দেয়ার পূর্বে প্রার্থীদের পরবর্তীতে ভর্তির জন্য প্রত্যেকটি মোডশিটের অন্তত ১০টি
করে ফটোকপি নিজের কাছে রাখতে হবে।
Discussion about this post