মোঃ কাওছার ইসলাম
শিক্ষার্থী:-দ্বাদশ শ্রেনি, পীরগঞ্জ, রংপুর
তুমি ছোটদের প্রিয় দুখু মিয়া,
তোমার সুরের কম্পনে জালিমের হৃদয় ওঠে কাঁপিয়া,
তাইতো তোমার সুরের হুঙ্কার গিয়েছে মহাকাশ ছাপিয়া।
তুমি ইমাম, তুমি মুয়াজ্জিন
তুমি বিদ্রোহী, তুমি অগ্নিবীণ,
তুমি সবার প্রিয় কবি, কাজী নজরুল,
তুমি বাঁশের বাশঁরী, তুমি গানের বাউল
আবার তুমি শত গজলের বুলবুল।
তুমি বিভেদ ভুলে চেয়েছো সাম্য,
জালিমের অবসানের জন্য হয়েছিল তোমার জন্ম।
তুমি কলম হাতে বিদ্রোহ করেছ
গেয়েছো মানবতার জয়গান,
তুমি ভেঙ্গেছো কারার লৌহ কপাট
তুমি বিদ্রোহীদের স্লোগান।
তোমার এক হাতে বাঁশের বাঁশরী
আর এক হাতে রণতূর্য,
তুমি নিশীথ রাতের চাদের আলো,
আবার কখনো তুমি উত্তপ্ত সূর্য।
তুমি কতশত কষ্ট করেছো সহ্য,
তুমি বিদ্রোহীর আড়ালে কাতর প্রেমিক,
ভালোবাসার কবিতা-গান তোমার ঐশ্বর্য্য।
তুমি বিদ্রোহী, তুমি বীর,
বাতিলের কাছে কভু করোনি নত শির।
তোমার বিদ্রোহী কবিতার হুঙ্কার,
জালিম শাসকের হৃদয় করেছে অঙ্গার।
তুমি লিখেছ কতশত গল্প,কবিতা আর গান
বাংলা সাহিত্যে বিলীন হবেনা কভু তোমার অবদান।
হে প্রিয় কবি,
যদিও তুমি ঘুমিয়ে আছো মসজিদের পাশে,
তুমি উজ্জ্বল নক্ষত্র হয়ে আজীবন রবে
বাংলার সাহিত্যের আকাশে।
Discussion about this post