শিক্ষার আলো ডেস্ক
সৌরজগতের বাইরে পানিতে আবৃত একটি গ্রহ থাকতে পারে। এমন ধারণা করছেন, কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোতির্বিজ্ঞানীদের একটি দল।
গ্রহটির নাম দেয়া হয়েছে টিওআই-১৪৫২ বি (t o i-1452 B)। বিজ্ঞানীদের দাবি, গ্রহটির অবস্থান পৃথিবী থেকে প্রায় ১শ’ আলোকবর্ষ দূরে। পৃথিবীর চেয়ে আয়তনে ৭০ শতাংশ বড় গ্রহটি পাথুরে। এতে মাত্র ১১ দিনে বছর হয়। এই গ্রহ দুটো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করছে।
বিজ্ঞানীরা বলছেন, নতুন সন্ধান পাওয়া এই গ্রহের জলবায়ু, প্রকৃতি ও পরিবেশ পৃথিবীর মতোই। তবে সেখানকার পানির পরিমাণ পৃথিবীর চেয়েও বেশি।
মন্ট্রিয়েল ইউনিভার্সিটির অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের পিএইচডি শিক্ষার্থী চার্লস ক্যাডিয়েক্স বলেন, টিওআই-১৪৫২ বি গ্রহটি মহাসাগরবেষ্টিত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তা হওয়ার সম্ভাবনাই বেশি।
তিনি আরও বলেন, ব্যাসার্ধ ও ভর অনুযায়ী এই গ্রহের ঘনত্ব অনেক কম। সাধারণত পৃথিবীর মতোই এতে ধাতু ও শিলা পাওয়া যেতে পারে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে, গ্রহটিকে আরও ভালো করে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছেন গবেষকরা।সূত্র: বিবিসি।
Discussion about this post