অনলাইন ডেস্ক
‘এ’ লেভেল পরীক্ষায় চারটি বিষয়ে ‘এ-স্টার’ পেয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন বার্মিংহামের মোনতাহা চৌধুরী। কিং এডওয়ার্ড সিক্স গার্লস হাই স্কুল-এর কৃতি এ শিক্ষার্থী ভবিষ্যতে মানবসেবার ব্রত নিয়ে ডাক্তার হতে ইচ্ছুক।
বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথস এবং ইংলিশসহ মোট চার বিষয়ে ‘এ-স্টার’ পেয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মুনতাহা।
মুনতাহার বাবা মাহবুব আলম চৌধুরী মাখন বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাংলাদেশ কাউন্সিলের ভারপাপ্ত চেয়ারম্যান এবং একজন কমিউনিটি এক্টিভিস্ট। তার মা আকছা চৌধুরী গৃহিনী।
২০১৯ সালে তার ভাই ডা. হামজা চৌধুরী ক্রাইওভার মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এবং বোন ডা. মোমেনা চৌধুরী ইউনিভারসিটি অফ বার্মিংহাম থেকে চিকিৎসক হিসেবে ডিগ্রী অর্জন করেছেন।
মোনতাহার সাফল্যে উচ্ছসিত তার মা আকছা চৌধুরী বলেছেন, ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়াটা বড় নয়, একজন ভাল মানুষ হোক এই প্রত্যাশা করি।’ তার মা মেয়ের জন্য দোয়া চেয়েছেন।
মোনতাহার দেশের বাড়ী ওসমানী নগর উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নের নিজ করনশী (নগরী কাপন)।
Discussion about this post