নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৩০ আগস্টের মধ্যে প্রকাশিত হবে। ফল প্রকাশের প্রায় সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এখন রি-চেকের কাজ চলছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, ফল প্রকাশে ভর্তি কমিটি সাবধানতার সঙ্গেই কাজ করছেন। দ্রুত ফল প্রকাশের চেয়ে কমিটি নির্ভুল ফলে বেশি গুরুত্ব দিচ্ছেন। রি-চেকের এ প্রক্রিয়া শেষ হলেই অনুষদটির ফলাফল নির্দিষ্ট দিনের মধ্যে যেকোন সময় প্রকাশিত হবে।
এর আগে, গত শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর আটটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। কেন্দ্রগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
বাণিজ্য অনুষদের ফলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পরপরই অনুষদটির ফল প্রস্তুতির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দুএকদিনের মধ্যে অনুষদটির ফলাফল প্রকাশিত হবে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন।
ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এই ইউনিটে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১০০টি প্রশ্ন দেয়া ছিল। সময় নির্ধারিত ছিল ১ ঘণ্টা।
ভর্তি পরীক্ষার ১০০ নম্বরবন্টন হলো- বাংলা ২০, ইংরেজি ২০, হিসাববিজ্ঞান ২০, ব্যবসায় নীতি ও প্রয়োগ ২০ এবং মার্কেটিং/ফিন্যান্স এন্ড ব্যাংকিং থেকে যেকোনো একটির উত্তর করতে হয়েছে। এটাতেও নম্বর ছিল ২০। উচ্চমাধ্যমিক পর্যায়ে বাংলা ও ইংরেজিসহ অনুসৃত পাঠ্যক্রমের ভিত্তিতে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে।
Discussion about this post