শিক্ষার আলো ডেস্ক
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ১৬৩ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি দিয়েছে। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে মেধাবী, দরিদ্র ও মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন। গত বুধবার (২৪ আগস্ট) এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। ইউল্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৃত্তির সনদ ও ক্রেস্ট দেওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। বিশেষ অতিথি ছিলেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ওমর ফারুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।
বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, এ আয়োজনে মোট ১৬৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। মোট বৃত্তির পরিমাণ ৯৫ লাখ টাকা। ইউল্যাব মেধা-ভিত্তিক ‘নেমড স্কলারশিপ’ ভাইস চ্যান্সেলরস অনার লিস্ট, ডিনস্ অনার লিস্ট ছাড়াও মুক্তিযোদ্ধার সন্তানদের এবং প্রত্যন্ত অঞ্চলের মেধাবী কিন্তু দরিদ্র শিক্ষার্থীদের শতভাগ বৃত্তি দিয়ে থাকে। বিভিন্ন বিভাগে ইউল্যাবের ৬৫ শতাংশ শিক্ষার্থী বৃত্তি লাভ করে থাকেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. চন্দ বলেন, শুধু দেশীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা নয়, বরং ইউল্যাবকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় যেমন এমআইটি, হার্ভার্ডের মতো মানসম্পন্ন হতে হবে। শিক্ষার্থীদের তিনি বলেন, তোমাদেরকে দেশের উন্নয়নের চিন্তা করতে হবে এবং একই সঙ্গে নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হবে যেন তা ব্যক্তিগত লক্ষ্য অর্জন ও ক্যারিয়ার সহায়ক হয়।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। এতে ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.) সহ ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post