নিজস্ব প্রতিবেদক
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে। পরীক্ষা শেষে বিভিন্ন ইউনিটের ফলও প্রকাশ করা হয়েছে। তবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি প্রক্রিয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন।
শিক্ষার্থীরা বলছেন, প্রায় এক মাস হয় গুচ্ছের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। অন্য বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যেই শেষ করছেন। তবে এ ব্যাপারে গুচ্ছ কমিটি কালক্ষেপণ করছেন।
তবে গুচ্ছ কমিটি বলছেন, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতেই চিন্তা করছে গুচ্ছ কমিটি। দ্রুত সময়ের মধ্যেই গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে নির্দেশনা দেওয়া হবে।
এ ব্যাপারে সোমবার (২৯ আগস্ট) রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার জানান, ‘আগামী ২/১ দিনের মধ্যেই গুচ্ছের কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে আলোচনা করা হবে।’
এদিকে ভর্তি পরীক্ষায় ওএমআর বাতিল হওয়া শিক্ষার্থীরা ‘ওএমআর’ পুনঃনিরীক্ষণের সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর ১২টা থেকে ‘ওএমআর’ পুনঃনিরীক্ষণের সুযোগ পাচ্ছেন তারা। যা আগামী ৪ সেপ্টেম্বর (শনিবার) রাত ১২টা পর্যন্ত চলবে।
জানা গেছে, রোল নম্বর এরর এবং সেট/সাবজেক্ট কোড এররের কারণে ‘ক’ ইউনিটের ১ হাজার ৫৫১ জনের, ‘বি’ইউনিটেও ৪৮ জনের এবং গুচ্ছের ‘সি’ ইউনিটে ৩৬ জনের খাতা বাতিল করা হয়।
Discussion about this post