অনলাইন ডেস্ক
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীসহ দেশের প্রত্যেক বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ টেলিভিশন উপকেন্দ্র স্থাপন করছেন। এসব উপকেন্দ্রে স্থানীয় অনুষ্ঠান ধারণ করে সম্প্রচার করা হবে, যাতে স্থানীয় সংস্কৃতি বিকশিত হয়।’
মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা পৌনে ১১টায় বাংলাদেশ টেলিভিশনের ‘দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার’ শীর্ষক প্রকল্পের আওতায় নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্র চালু করেন। ওই সময়ে সীমিত আকারে নাটোর উপকেন্দ্র থেকে স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার করা হতো। এখন নতুন ভবন নির্মানের ফলে উপকেন্দ্রের কার্যাবলী আরও সম্প্রসারণ হবে। সংযোজন হবে নতুন নতুন উদ্যোগ, যা বর্তমান সরকারের দেশব্যাপী উন্নয়নেরই অংশ।
নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, বিটিভি’র মহাপরিচালক সোহরাব হোসেন, জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ।।
জানা গেছে, প্রায় দুই কোটি দুই লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নতুন ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তিন তলা বিশিষ্ট নবনির্মিত টেলিভিশন উপকেন্দ্র ভবনের প্রথম তলায় বৈদ্যুতিক উপকেন্দ্র, দ্বিতীয় তলায় সম্প্রচার ও নিয়ন্ত্রণ কক্ষ এবং তৃতীয় তলায় অফিস কক্ষ থাকছে।
Discussion about this post