নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের বিষয় ও কলেজ পছন্দক্রম ফরম পূরণ শুরু হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে এসব কলেজগুলোর বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটে একযোগে বিষয় ও কলেজ পছন্দক্রম শুরু হয়েছে। চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। ভর্তিচ্ছুরা সাত কলেজের ভর্তি সংক্রান্ত ওয়েবাসাইটে আইডি লগইন করে বিষয় ও কলেজ পছন্দক্রম দিতে পারবেন।
সাত কলেজের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিভুক্ত সরকারি সাত কলেজের সকল ইউনিট এর পাশকৃত ছাত্র-ছাত্রীরা ওয়েবসাইটে লগইন করে বিষয় ও কলেজ পছন্দক্রম ফরম পূরণ করতে পারবে। শর্ত পূরণ করা সত্ত্বেও যদি সেই বিভাগটি তালিকায় না আসে, তবে অতি সত্তর আমাদের হেল্প লাইনে যোগাযোগ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। আজ থেকে ভর্তিচ্ছুরা বিষয় ও কলেজ পছন্দক্রম শুরু হয়েছে। এ তারিখের মধ্যে কোটার আবেদনও করতে হবে। এছাড়া নির্দিষ্ট তারিখের মধ্যে ফল পুনঃনিরীক্ষণের আবেদনও করতে হবে।
তিনি বলেন, বিষয় ও কলেজ পছন্দক্রম কার্যক্রম শেষ হলে আগামী ১৫ সেপ্টেম্বর প্রথম মনোয়ন দেয়া হবে। এটা পরিবর্তন হতে পারে। তবে আমরা একটি তারিখ নির্ধারণ করেছি। প্রয়োজন সাপেক্ষে আমরা গুচ্ছ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে নেবো।
এর আগে গত ১২ আগস্ট (শুক্রবার) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে চলতি বছরের কার্যক্রম শুরু হয়। এরপর ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং সবশেষে ২৫ আগস্ট বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। এরপর বিজ্ঞানের পরীক্ষার পাঁচদিন পর ১৭ আগস্ট, ২৮ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান এবং ৩১ আগস্ট বাণিজ্য ইউনিটের ফলাফল প্রকাশিত হয়।
Discussion about this post