শিক্ষার আলো ডেস্ক
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বৃত্ত ভরাট সংক্রান্ত ভুল ও ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ শেষ হচ্ছে আজ রবিবার। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে। গত ৩০ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফল পুনর্নিরীক্ষার আবেদনের সময় বাড়ানো হবে না। আজ রোবাবর আবেদনগ্রহণ শেষ হবে। আগামীকাল সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে ওএমআর শিট দেখার কাজ শেষ হবে। ম্যানুয়াল পদ্ধতিতে ওএমআর চেক করা হবে।
ওই সূত্র আরও জানায়, ওএমআর শিট দেখা শেষে আগামী ৭ সেপ্টেম্বর বৈঠকে বসবে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা। এরপর বাতিল হওয়া ওএমআর এবং পুনর্নিরীক্ষার ফলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য বলেন, গতকাল দুপুর পর্যন্ত ৬৫০ জন শিক্ষার্থী আবেদন করেছিল। আজ সকাল ১০টা পর্যন্ত ৮০০ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষা ও বৃত্ত ভরাটে ভুলের জন্য আবেদন করেছেন। আজ রাতে আবেদনের সময় শেষ হবে।
ফল পুনর্নিরীক্ষা ও বৃত্ত ভরাট সংক্রান্ত ভুলের ফল কবে প্রকাশ করা হবে বিষয়ে তিনি আরও জানান, আগামী ৭ সেপ্টেম্বর আমাদের একটি সভা রয়েছে। এই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
Discussion about this post