নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি -২০২২এর আবেদনের সময় বাড়ানো হয়েছে। বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চ শিক্ষায় অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তান এবং পরবর্তী প্রজন্মদের বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি দেওয়া হবে।
এ লক্ষে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটি সার্কুলার প্রকাশ করা হয়েছিলো। যার আবেদনের শেষ সময় ছিলো ৩১ আগস্ট ২০২২। আর আবেদনের সময় বাড়িয়ে ২৮ আগস্ট ২০২২ তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৷
যেখানে বলা আছে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি -২০২২ এর আবেদনের শেষ সময় ৩১ আগস্ট এর পরিবর্তে ৩১ অক্টোবর করা হলো। ১০ম পর্যায়ে এ বৃত্তি দেওয়া হবে ৮৪৩ জন শিক্ষার্থীকে।
অনলাইনে আবেদন করা যাবে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
এবং উচ্চশিক্ষায় অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তান এবং পরবর্তী প্রজন্মদের বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি প্রদানকল্পে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
দশম পর্যায়ে ২০২১ সালের জন্য বৃত্তির সংখ্যা ৮৪৩ টি।
এ ছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই আবেদনপত্র পাঠাতে পারবেন।
ট্রাস্টের ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন।
আবেদন লিংক
উপরোক্ত আবেদন বিস্তারিত তথ্য ও শর্তাবলি উল্লেখ আছে।
ওয়েবসাইটের অভ্যন্তরীণ ই-সেবা থেকে বঙ্গবন্ধু ছাত্রবৃত্তির আবেদন করা যাবে।
যোগ্যতাঃ
- উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চতর শিক্ষায় অধ্যয়নরত ছাত্র/ছাত্রী বৃত্তির জন্য দরখাস্ত করতে পারবে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার দুই বৎসর অতিক্রান্তের পূর্বেই এ বৃত্তির জন্য আবেদন করতে হবে।
- মুক্তিযোদ্ধার মেধাবী পুত্র কন্যা, পুত্র কন্যার পুত্র কন্যা ও পরবর্তী প্রজন্ম ।
- যে সকল ছাত্র/ছাত্রীর পিতা/মাতা/অভিভাবকের মাসিক আয় ত্রিশহাজার টাকার নিম্নে বা ১০ বিঘার নিম্নে কৃষি জমির মালিক বা বিভাগীয় শহরে যার নিজস্ব বাড়ী/ফ্ল্যাট নাই।
আবেদনের অযোগ্যতাঃ
- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দুই বত্সর অতিক্রান্ত হলে এ বৃত্তির জন্য আবেদন করা যাবে না।
- বৃত্তির জন্য দুইবার অকৃতকার্য আবেদনকারী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।
- কোন ছাত্র/ছাত্রীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোন কর্মকান্ডে লিপ্ত হওয়ার প্রমান পাওয়া গেলে বা নৈতিকভাবে অধ:পতন হলে বা ফৌজদারী অপরাধে দন্ডিত হলে (দেশে/দেশের বাইরে) আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।
- যে সকল ছাত্র/ছাত্রীর পিতা-মাতা/অভিভাবকের মাসিক আয় ৩০ হাজার টাকার উর্দ্ধে বা ১০ বিঘা বা তদুর্দ্ধ কৃষি জমির মালিক বা বিভাগীয় শহরে যার নিজস্ব বাড়ী/ফ্ল্যাট রয়েছে।
- সরকারের অন্য কোনো উৎস হতে আবেদনকারি বৃত্তি প্রাপ্ত হলে।
- মুক্তিযোদ্ধার পুত্র কন্যা, পুত্র কন্যার পুত্র কন্যা ও পরবর্তি প্রজন্ম না হলে।
- নির্ধারিত আবেদন ফরমে আবেদন করা না হলে।
কর্তৃপক্ষ যেকোনো সময় এ বিজ্ঞপ্তি বাতিল, পরিবর্তন বা পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
Discussion about this post