শিক্ষার আলো ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী ‘আমাদের সিনেমা’ শিরোনামে বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এই তিন দিনে মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এ সময় তিনি বলেন, আমাদের বাংলা চলচ্চিত্র আমাদের মহান মুক্তিযুদ্ধে যে বিশেষ অবদান রেখেছে সে ইতিহাস আমরা সবাই জানি। এছাড়াও আমাদের সুস্থ সাংস্কৃতিক চর্চার অন্যতম পাথেও হিসেবে কাজ করে বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্র যেমনিভাবে আমাদের বিনোদনের খোড়াক জোগায় তেমনিভাবে আমাদের জাতিসত্তাকে বিশ্বের কাছে তুলে ধরে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রতি বছরই এ রকমের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ে এ রকমের সুস্থ সংস্কৃতিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদাই সমর্থন করি।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি আরাফাত ইসলাম আমান জানান, একটা দেশ ও জাতির ইতিহাসকে সুন্দর, শুদ্ধ ও সুশৃঙ্খলভাবে তুলে ধরার জন্য সিনেমা অনেক শক্তিশালী এবং কার্যকরী একটা মাধ্যম। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাংলা সিনেমা দেখার প্রতি আগ্রহী করে তুলতে আমরা প্রতিবছর ‘আমাদের সিনেমা’ উৎসবের আয়োজন করে থাকি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সাড়া জাগানো ৬টি সিনেমা নিয়ে আমাদের এবারের আয়োজন। উৎসবের প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের প্রচুর আগ্রহ আমরা লক্ষ্য করছি। প্রতিটি সিনেমার টিকেটের জন্য অসংখ্য শিক্ষার্থী ভিড় করছে টিকেট বুথে। সবাই আমাদের সিনেমাগুলো দেখতে আসছেন। যেটা আমাদের জন্য খুবই আনন্দের।
Discussion about this post