নিজস্ব প্রতিবেদক
২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ শেষ হয়েছে। এতে মোট এক হাজার চারজন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এর আগে, গত ৩০ আগস্ট দুপুর ১২টা থেকে এ আবেদন শুরু হয়ে ৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে।
আজ সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক হাজার চারজন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬২৬ জন, ‘বি’ ইউনিটে ২১৮ জন এবং ‘সি’ ইউনিটে ২০৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
জানা গেছে, সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে ওএমআর শিট দেখার কাজ শুরু হবে। ম্যানুয়াল পদ্ধতিতে ওএমআর চেক করা হবে।
এদিকে ওএমআর শিট দেখা শেষে আগামী ৭ সেপ্টেম্বর গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা বৈঠকে বসবে। এরপর বাতিল হওয়া ওএমআর এবং পুনর্নিরীক্ষার ফলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Discussion about this post