শিক্ষার আলো ডেস্ক
ছাত্র রাজনীতি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি নোটিস প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অবস্থান সম্পর্কে আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছে। এনএসইউ বাংলাদেশের ছাত্র রাজনীতির গৌরবময় ইতিহাসকে কৃতজ্ঞতার সঙ্গে স্বীকৃতি দেয় এবং এর দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে, পাঠ্যক্রমিক, সহ-পাঠ্যক্রমিক এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের মাধ্যমে সহনশীলতা, সম্মান, খোলামেলা এবং অন্তর্ভুক্তির মূল্যবোধকে উদ্বুদ্ধ করে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক, অ-জাতিগত এবং অলাভজনক প্রতিষ্ঠান, একটি বিশ্বমানের শিক্ষাদান ও শিক্ষা ও গবেষণা সংস্থা হতে চায়, যা ক্যাম্পাসের মধ্যে কোনও রাজনৈতিক কার্যকলাপের অনুমতি দেয় না। এনএসইউ পরিবারের সদস্যরা অবশ্যই ক্যাম্পাসের বাইরে তাদের রাজনৈতিক মতামত প্রকাশ করতে স্বাধীন।
এনএসইউ-এর নাম ও লোগোর পাশাপাশি এর প্রাঙ্গণ ও সম্পত্তি কোনও রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা যাবে না।
Discussion about this post