নিজস্ব প্রতিবেদক
“শিক্ষা ও সামাজিক উদ্যোগের জন্য বৃত্তি ২০২২” শীর্ষক বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাওছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অসচ্ছল শিক্ষার্থীদের নির্ধারিত ফরমে আবেদনপত্র জমা দেয়ার আহ্বান জানানো হয়।
০১ সেপ্টেম্বর ২০২২ হতে ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত সকাল ১১.০০ থেকে বিকাল ৫.০০ টার মধ্যে শিক্ষার্থীরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। আবেদন ফরমটি ঢাকা ইউনিভার্সিটিঅ্যালামনাই অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট (www.duna-bd.org) থেকেও সংগ্রহ করা যাবে।
আবেদন করার যোগ্যতা ও করণীয়ঃ
১. শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
২. শুধু দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
৩. আবেদনটি বিভাগীয় প্রধান ও হল প্রভোস্ট কর্তৃক সুপারিশ করিয়ে জমা দিতে হবে।
৪. ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ০১ (এক) বছর ও ২০২০-২০২১ শিক্ষার্থীরা ০২ (দুই) বছর বৃত্তি পাবে।
Discussion about this post