ক্রীড়া ডেস্ক
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২২ এ ম্যারাথন প্রতিযোগীতায় প্রথম হয়ে স্বর্ণপদক পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী আানিকা রহমান তামান্না। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান।
তিনি জানান, ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২৫ টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী ১৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতে নেন তামান্না। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।’
খেলা শেষে রাজধানীর হাতিরঝিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ হাসান রাসেল এবং পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পদক তুলে দেন।
অনুভূতি প্রকাশ করে তামান্না আক্তার বলেন, আজ পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে। আগামীতেও সবার দোয়ায় ভাল খেলার চেষ্টা করে যাব।
Discussion about this post