নিজস্ব প্রতিবেদক
দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস প্রথম বর্ষে ৬৭টি আসন ফাঁকা হয়েছে। এই আসনগুলোর বিপরীতে শিগগিরই তৃতীয় দফার মাইগ্রেশন সম্পন্ন করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) শূন্য আসনের তালিকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের কাছে পাঠানো হয়। এই তালিকা তৈরি করতে সাত থেকে ১০ দিন সময় লাগবে। এরপর মাইগ্রেশনের তালিকা প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা রবিবার (১১ সেপ্টেম্বর) বলেন, সরকারি মেডিকেল কলেজগুলোতে ৬৭টি আসন ফাঁকা রয়েছে। এরমধ্যে সাধারণ কোটায় ৬৪টি, উপজাতী কোটায় ২টি এবং মুক্তিযোদ্ধা কোটায় ১টি আসন ফাঁকা রয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে তৃতীয় মাইগ্রেশের তালিকা প্রকাশ করা হবে।
Discussion about this post