নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় সি ইউনিটে উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক সাহেদ জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সি ইউনিটের অন্তর্গত বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ, ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদে উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্যে থেকে শুন্য আসনের ভিত্তিতে তৃতীয় মেধা ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হল।
নির্বাচিত ভর্তিচ্ছুদের আজ ১১ ও আগামীকাল ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে। এছাড়া শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া এর সমান্তরালে চলবে।
এরআগে, গত ২৮ আগস্ট ও ৬ সেপ্টেম্বর ২০২১-২২ সেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় মেধা ও অপেক্ষামান তালিকা প্রকাশিত হয়।
Discussion about this post