খেলাধূলা ডেস্ক
যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ার শুরু করেছেন আইরিশ কিশোর ক্রিস্টোফার আথারটন। এর মাধ্যমে ৪২ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন তিনি। বর্তমানে আথারটনের বয়স মাত্র ১৩ বছর।
আয়ারল্যান্ডের এনআইএফএল প্রিমিয়ার শিপে গত মঙ্গলবার ( ১৩ সেপ্টেম্বর ) গ্লেনাভনের হয়ে ক্রিস্টোফার আথারটনের অভিষেক হয়। বদলি হিসেবে নেমেই দলের গোলে অবদান রাখেন এই কিশোর। সেই সঙ্গে নাম লেখান ইতিহাসে।
গ্লেনাভনের জার্সিতে ডলিংসটাউনের বিপক্ষে মাঠে নেমেছিলেন আথারটন। মাঠে নামার দিন তার বয়স ছিলো ১৩ বছর ৩২৯ দিন। তার ইতিহাস গড়ার দিনে ভেঙে যায় ৪২ বছরের পুরনো রেকর্ড।
যুক্তরাজ্যে এতদিন পেশাদার ফুটবলে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড ছিল আইমন কলিন্সের। ১৯৮০ সালের ব্ল্যাকপুলের হয়ে ১৪ বছর ৩২৩ দিন বয়সে তার অভিষেক হয়েছিল।
তবে পুরো বিশ্বে পেশাদার ফুটবলে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড বলিভিয়ার মাউরিসিও বালদিভিসোর। ২০০৯ সালে মাত্র ১২ বছর বয়সে অভিষেক হয়েছিল তার।
Discussion about this post