নিজস্ব প্রতিবেদক
দেশের আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মেধাতালিকা ও অপেক্ষমাণ প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি/বিষয়সমূহের পছন্দক্রম/অপশন আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। যা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এদিকে কৃষিগুচ্ছে বিভিন্ন কোটায় সুযোগ পাবেন ২৮৯ জন ভর্তিচ্ছু। এর মধ্যে মুক্তিযোদ্ধা ১৬১টি, আদিবাসি/উপজাতি ৬১টি, সিটমহল ৫টি, দলিত ৫টি, হরিজন ১০টি, প্রবাসী সন্তান ১০টি, বিকেএসপি ১৫টি, অন্যান্য ৬টি, পোষ্য ২৫টি এবং প্রতিবন্ধী ১০টি কোটা রয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় : এ বিশ্ববিদ্যালয়ে মোট এক হাজার ১১৬টি আসন রয়েছে। এর মধ্যে কোটায় সুযোগ পাবেন ৬১ জন ভর্তিচ্ছু। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ৫৫ জন এবং উপজাতি/আদিবাসি কোটায় ৬ জন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় : এ বিশ্ববিদ্যালয়ের মোট ৩৩০টি আসন রয়েছে। এছাড়া কোটায় আসন রয়েছে ২৯টি। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ১৮ জন এবং উপজাতি/আদিবাসি কোটায় ১১ জন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৭০৪টি আসন রয়েছে। এছাড়া কোটায় ৬৪টি আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ৩২টি, উপজাতি/আদিবাসি ১২টি, দলিত ৫টি, হরিজন ৫টি, বিকেএসপি ৫টি, সিটমহল ৫টি, পোষ্য ২০টি।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি আসন রয়েছে। এছাড়া কোটায় ৩৮টি আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ২০টি, উপজাতি/আদিবাসি ৬টি, বিকেএসপি ৬টি, অন্যান্য ৬টি।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি আসন রয়েছে। এছাড়া কোটায় ৬৩টি আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ১৯টি, উপজাতি/আদিবাসি ১০টি, পোষ্য ৫টি, প্রতিবন্ধী ১০টি, প্রবাসীর সন্তান ১০টি, হরিজন/দলিত ৫টি, বিকেএসপি ৪টি।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি আসন রয়েছে। এছাড়া কোটায় ১৮টি আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ৯টি, উপজাতি/আদিবাসি ৯টি।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি আসন রয়েছে। এছাড়া কোটায় ১০টি আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ৫টি, উপজাতি/আদিবাসি ৫টি।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন রয়েছে। এছাড়া কোটায় ৬টি আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ৩টি, উপজাতি/আদিবাসি ৩টি।
Discussion about this post