নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণে বিশেষ সাবধানতা অবলম্বনের নির্দেশ দিলো ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।
যশোর বোর্ডে নড়াইলে বাংলা প্রথম পত্রের পরীক্ষার দিন ভুলবশত বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্নপত্র বিতরণের পর এই নির্দেশনা দেওয়া হলো।
এসএসসি পরীক্ষার প্রথম দিন ১৫ সেপ্টেম্বর যশোর বোর্ডের নড়াইলের কালিয়া উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে ওই ভুলের কারণে শনিবারের (১৭ সেপ্টেম্বর) বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষার অংশ স্থগিত করা হয়।
এদিন যশোর বোর্ডে শুধু সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কেন্দ্র সচিবদের কাছে পাঠানো ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত জরুরি এক চিঠিতে বলা হয়, এসএসসি পরীক্ষার প্রতিদিনের প্রশ্নপত্র বিতরণের আগে সেট কোড, বিষয় ও পত্র সম্পর্কে সুনিশ্চিত হয়ে পরীক্ষা নিতে হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের জানিয়েছেন, শিক্ষা বোর্ডগুলোতে এখন আলাদা আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। যশোর বোর্ডের স্থগিত থাকা বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশের পরীক্ষা পরে নেওয়া হবে।
অন্যদিকে যশোর বোর্ডের চেয়ারম্যান ড. আহসান হাবীব স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
Discussion about this post