নিজস্ব প্রতিবেদক
দেশের আটটি কৃষি গুচ্ছের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ শেষ হয়েছে। আগামী সোমবার (২৬ সেপ্টেম্বর) রেজাল্ট চ্যালেঞ্জের ফল প্রকাশিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ২০২১-২২ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর থেকেই রেজাল্ট নিয়ে অভিযোগ দায়ের ভর্তিচ্ছুদের একটি অংশ। এর প্রেক্ষিতে শিক্ষার্থীদের ফল পুনর্নিরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।
ওই সূত্র আরও জানায়, ফল পুনর্নিরীক্ষার জন্য শিক্ষার্থীদের স্বশরীরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটির সদস্য সচিব বরাবর আবেদন করতে হয়েছে। আবেদনের সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এক হাজার টাকা ফি জমা দিতে হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় আবেদনগ্রহণ শেষ হয়েছে। প্রায় সারে চার শতাধিক শিক্ষার্থী ফল চ্যালেঞ্জ করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বলেন, ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ শেষ হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর আবেদনকৃত শিক্ষার্থীদের ফল জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সারা দেশে একযোগে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৬৫ হাজার ৩৫৪ জন। ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৩৩ হাজার ৯৮৫ জন। পাসের হার ৫২ শতাংশ।
Discussion about this post