নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক জটিলতায় সৃষ্ট নানা রকম হয়রানি বন্ধ ও ৮ দফা দাবিতে আমরণ অনশনরত ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহর অনশন ভাঙালেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে প্রায় ২৭ ঘণ্টা পর পানি খাইয়ে অনশন ভাঙান উপাচার্য।এসময় তিনি শিক্ষার্থীদের সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, আজ সকাল ৭.৩০ মিনিটের দিকে অনশনে থাকায় অজ্ঞান হয়ে যান তিনি। এ সময় তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে অবনতি হচ্ছিল। কিছু দিন আগেই তিনি নিউরোলজিতে জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেও জানা যায়। এ সময় চিকিৎসক আনা হলে, চিকিৎসক হাসনাত আব্দুল্লাহকে যথাসম্ভব তাড়াতাড়ি হাসপাতালে ভর্তির তাগিদ দেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত ভিসি হাসনাতের দাবি মেনে নেবেন না ততক্ষণ পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন হাসনাত।
এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে প্রশাসনিক ভবনের সামনে হাসনাতের এই কর্মসূচি শুরু হয়। এর আগে বেলা ১২টায় আট দাবি, গণস্বাক্ষরের কাগজ, জরিপ এবং নানা অভিযোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামানের সঙ্গে দেখা করেন তিনি। উপাচার্য অসহযোগিতামূলক আচরণ করেছেন বলে অভিযোগ করে আমরণ অনশনের ঘোষণা দেন তিনি। বেলা ১২টার দিকে তিনি অনশন শুরু করেন।
আবুল হাসনাতের আমরণ অনশনের সঙ্গে সংহতি জানিয়ে প্রতিবাদী মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরাও। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন শুরু হয়। এ সময় তারা ১ ঘণ্টার মধ্যে কোনও ব্যবস্থা না নিলে গণঅনশনের হুঁশিয়ারি দেন।তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন।
Discussion about this post