নিজস্ব প্রতিবেদক
দেশের আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির পরীক্ষার নিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) রেজিস্ট্রার ও কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় ভর্তি কমিটি সদস্য-সচিব শেখ রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হেয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কৃষিগুচ্ছ ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রকাশিত ফলাফলের নিরীক্ষার জন্য নির্ধারিত ২০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪২১ (চারশত একুশ) জন পরীক্ষার্থী আবেদন করেন। আবেদনসমূহ নিরীক্ষাপূর্বক ফলাফল প্রকাশের জন্য একটি নিরীক্ষা কমিটি গঠন করা হয়।
নিরীক্ষা কমিটি কর্তৃক প্রত্যেক পরীক্ষার্থীর (নিরীক্ষার জন্য আবেদিত) এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর (সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে সরবরাহকৃত), স্ব-স্ব উত্তরপত্র (OMR sheet) এবং প্রকাশিত ফলাফল পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই-বাছাই তথা নিরীক্ষা করা হয়। নিরীক্ষার বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়েছে।
Discussion about this post