নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ক্ষুদ্র-নৃগোষ্ঠী, অনগ্রসর ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনস্থ সিনেট ভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মো. আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্ষুদ্র-নৃগোষ্ঠী, অনগ্রসর ও দলিত সম্প্রদায় কোটায় ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনস্থ সিনেট ভবনে এ সাক্ষাৎকার নেওয়া হবে। নিম্নবর্ণিত রোলধারীদের এ সাক্ষাৎকার নেওয়া হবে।
উল্লেখ্য, সাক্ষাৎকারের সময় অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, জেলা প্রশাসক হতে ক্ষুদ্র-নৃগোষ্ঠী, অনগ্রসর ও দলিত সম্প্রদায়ের প্রমাণপত্রের মূল কপি ও এক সেট ফটোকপি নিয়ে আসতে হবে।
Discussion about this post