আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের অধিকৃত চারটি অঞ্চলে গণভোটে ৯৬ শতাংশ ভোট রাশিয়ায় যুক্ত হওয়ার পক্ষে পড়েছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বুধবার ভোরে তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানান। তিনি টেলিগ্রাম চ্যানেলে লিখেন, গণভোট শেষ হয়েছে।
দিমিত্রি মেদভেদেভ বলেন, ফলাফল পরিষ্কার। চার অঞ্চলের মানুষকে রাশিয়ায় স্বাগত।
দোনেস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন, টেলিগ্রামে পোস্ট করে বলেন যে, তার অঞ্চলে ভোট গণনা সম্পন্ন হয়েছে। রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে ভোট পড়েছে ৯৯ দশমিক ২৩ শতাংশ।
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রিয়া নভোস্তি নিউজ এজেন্সি জানায়, খেরসন, জাপোরিঝিয়া এবং লুহানস্ক অঞ্চলেও নিরুঙ্কুশ বিজয় লাভ করেছে রাশিয়া।
মস্কোর এ ঘোষণা যুদ্ধের একটি নতুন কৌশল এবং ইউক্রেন ও পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্বের নতুন মোড় নিচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার এক বিবৃতিতে ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, রাশিয়ার কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ইউক্রেনের জন্য কিছুই পরিবর্তন করবে না। অধিকৃত ভূখণ্ডে ‘রাশিয়ার এ প্রহসনকে গণভোটের অনুকরণও বলা যাবে না।
এদিকে, এ গণভোটের নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এটি।
যে চারটি অঞ্চলে ভোট অনুষ্ঠিত হয়েছিল তার কোনো অঞ্চলই সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করছে না রাশিয়ান সৈন্যরা। এখনো সেই অঞ্চলগুলোতে তীব্র লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।
২৩ সেপ্টেম্বর থেকে ইউক্রেনের লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া প্রদেশে ভোট শুরু হয়। শেষ হয় গতকাল মঙ্গলবার। চার অঞ্চল ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ ভূখণ্ড।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার মাটি রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করার একটি প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন।
Discussion about this post