শিক্ষার আলো ডেস্ক
ঠাকুরগাঁওয়ের হরিপুরে টিউবওয়েলে পানি পান করে কমপক্ষে ৬০ জন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার শীতলপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ ছাত্র-ছাত্রীদের স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ভর্তি করে স্কুল কর্তৃপক্ষ।
স্কুল কর্তৃপক্ষের ধারণা, টিউবওয়েলের পানিতে কে বা কারা বিষ মিশিয়ে দিয়েছেন, আর সেই পানি পান করে কমপক্ষে ৬০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মাথা ব্যথা, গলা জ্বলা, বমি বমি ভাবসহ নানা উপসর্গ দেখা দিয়েছে।
এ ব্যাপারে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এ বি এম রাশেদুজ্জামান জানান, টিউবওয়েলে পানি পান করে অসুস্থ হয়ে পড়া কয়েকজন ছাত্র-ছাত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্কুল কর্তৃপক্ষ। চিকিৎসা চলছে।
হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা জানান, স্কুলে টিউবওয়েলের পানি পান করে ৬ জনের মতো শিক্ষার্থী প্রথমে অসুস্থতার খবর পাওয়া যায়। স্কুল কর্তৃপক্ষকে টিউবওয়েলের পানি পান বন্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যালয়ের টিউবওয়েলে কোনো বিষজাতীয় কিছু মেশানো হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমনটি জানিয়েছেন। আমরা ঘটনা তদন্ত করছি।
Discussion about this post