নিজস্ব প্রতিবেদক
যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন স্কুলগেুলোতে এসএসসির টেস্ট পরীক্ষা আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হবে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।
মঙ্গলবার যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ১৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে যশোর বোর্ডের স্কুলগুলোর প্রধান শিক্ষকদের পরীক্ষামূলক নমুনা প্রশ্ন ডাউনলোড করতে হবে। বোর্ড প্রকাশিত সূচিতে যেসব বিষয় উল্লেখ নেই সেসব বিষয়ে প্রতিষ্ঠান প্রধান নিজ দায়িত্বে প্রশ্ন প্রণয়ন করে ও বোর্ডের সূচির সঙ্গে সমন্বয় করে পরীক্ষা গ্রহণ করতে পারবেন। আর সময়সূচিতে উল্লেখিত বিষয়ের পরীক্ষা বোর্ড থেকে সরবরাহ করা প্রশ্নপত্রে গ্রহণ করতে হবে। এ পরীক্ষা বোর্ড নির্ধারিত বিষয়ের পরীক্ষার অন্য কোনো প্রশ্নে নেয়া যাবে না।
টেস্ট পরীক্ষায় কোনো পরীক্ষার্থীদের অ্যানালগ ঘড়ি বা নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ডিভাইস ব্যবহার করতে পারবে না।
Discussion about this post