আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে কাবুলের পশ্চিম দিকে ‘দাস্ত-ই-বার্চি’ এলাকার ‘কাজ এডুকেশন সেন্টারে’ এই বিস্ফোরণ ঘটে। সেখানে তখন পরীক্ষা চলছিল। বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ওই পরীক্ষায় বসেছিলেন অনেক শিক্ষার্থী।
রয়টার্স বলছে, বিস্ফোরণটি ঘটেছে কাবুলের পশ্চিমাঞ্চলে। এখানে বসবাসকারীদের মধ্যে বেশিরভাগই জাতিগত শিয়া সংখ্যালঘু হাজরা গোষ্ঠীর মানুষ। এই গোষ্ঠীর লোকেরা অতীতে অতি-কট্টরপন্থী ইসলামিক স্টেট এবং অন্যান্যদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনো সংগঠন। তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘটনার খবর পেয়ে তাদের নিরাপত্তারক্ষীরা সেখানে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
খবর- সিএনএন, এনডিটিভি।
Discussion about this post