নিজস্ব প্রতিবেদক
প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে নগরীর সুপ্রতিষ্ঠিত বিদ্যাপীঠ চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২২। এতে ৫ম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন বিজ্ঞান প্রকল্প নিয়ে হাজির হয়।
এই বিজ্ঞানমেলা উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. গোলাম হোসেন ( সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক, ওয়াসা)। সার্বিক নেতৃত্বে ছিলেন স্কুল অধ্যক্ষ হাবিব রহমত উল্লাহ। বিজ্ঞান প্রকল্প সমন্বয়কারী ছিলেন উপাধক্ষ্য মো: সিকান্দার।
স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত এই মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা ব্যাপক আগ্রহ ও উদ্দিপনায় অংশগ্রহণ করে। সমবেত হন প্রচুর অভিভাবক ও দর্শনার্থী।প্রদর্শনীতে অংশ গ্রহণকরীরা তাদের বিজ্ঞান প্রকল্পগুলোর লক্ষ্য উদ্দেশ্য কলা কৌশল উপযোগিতা ও প্রয়োগসহ নানা বিষয়ে দর্শনার্থীদের সামনে তুলে ধরেন। প্রধান অতিথি, অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং সকল শ্রেণির শিক্ষার্থীরা প্রতিটি প্রকল্প ঘুরে ঘুরে দেখেন এবং খুদে বিজ্ঞানীদের নানা আবিষ্কার সমপর্কে অবগত হন।
ক্ষুদে বিজ্ঞানিরা তাদের তৈরি সেভ দ্যা আর্থ , পদ্মা সেতু, ভাসমান গাড়ী, বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্ট, ডায়ালাইসিস মেশিন, ফুসফুসের মডেল, ভূমিকম্প সংকেত যন্ত্র, সড়ক প্রতিরক্ষা ব্যবস্থা, স্মার্ট ডোর, থেকে বিদ্যুত, পানি দিয়ে গ্যাস উৎপাদন, সোলার সিস্টেম ,নবায়নযোগ্য বিদ্যুৎ ইত্যাদি প্রকল্প দিয়ে দর্শকদের অবাক করে।
বিদ্যালয়ের অধ্যক্ষ হাবিব রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি মো. গোলাম হোসেন বলেন, প্রযুক্তির ধারা অব্যাহত রাখতে এবং সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়নে শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানও প্রযুক্তির ব্যবহার বাড়তে হবে। সেজন্য আমরা প্রতিষ্ঠালগ্ন থেকে স্কুলে নিয়মিত এ মেলার আয়োজন করে চলেছি।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ হাবীব রহমতউল্লাহ বলেন, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে স্কুলপর্যায়ে বিজ্ঞানচর্চার কোন বিকল্প নেই।ডিজিটাল এই যুগে যত বেশী আবিষ্কার হবে তত বেশী উন্নয়ন ঘটবে। এই বিজ্ঞানমেলা থেকেই উঠে আসবে পরিবেশ, পদার্থ ও রসায়ন বিজ্ঞানী, যারা একটি আত্মনির্ভরশীল দেশ ও জাতি গঠন করবে যা ছিলো আমাদের মিহান মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা।
মেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির হাত থেকে উদ্ভাবকরা পুরস্কার এবং সনদপত্র গ্রহণ করেন।
Discussion about this post