নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন শিক্ষককে সহকারী প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, আগামী দুই বছরের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন।
এছাড়া তারা প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন। গতকাল সোমবার (৩ অক্টোবর) চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।সহকারী প্রক্টরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অনুপ মজুমদার, গণিত বিভাগের প্রভাষক প্রকৃতি বিশ্বাস ও মাইক্রোবায়োলজী বিভাগের প্রভাষক নাদিম শরীফ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, গত ২ মসে আমাদের বেশ কয়েকজন সহকর্মী উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে যাওয়ায় বেশ কয়েকটি পোস্ট খালি হয়েছে। প্রক্টরিয়াল বডিতে নতুন তিন মুখ আশা করি আমাদের প্রত্যাশা পূরণ করবে।
তিনি আরও বলেন, আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মঙ্গলার্থে ইতিবাচক কাজ করার চেষ্টা করেছি। নতুন যারা যুক্ত হয়েছেন, তারা আমাদের কাজকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের স্বার্থে ভালো কাজ করবেন, সেটাই প্রত্যাশা করি।
Discussion about this post