আন্তর্জাতিক ডেস্ক
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় নোং বুয়া লাম্ফুতে একটি প্রি-স্কুলে এলোপাতাড়ি গুলিতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। গুলি চালিয়েছেন দেশটির এক সাবেক পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশটির পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। ওই প্রতিবেদনে বলা হয়, পুলিশের উপ-মুখপাত্র আর্চন ক্রাইটং বলেছেন, গুলিতে কমপক্ষে ৩১ জন মারা গেছেন।
নিহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্ক অনেকেই ছিলেন বলা জানিয়েছেন তিনি। এছাড়াও অপরাধীকে গ্রেপ্তারে ইতোমধ্যেই পুলিশ কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। এর আগে, ২০২০ সালে দেশটিতে এলোপাতাড়ি গুলিতে ২৯ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছিল।
Discussion about this post