নিজস্ব প্রতিবেদক
আধুনিক ভাষা ইনস্টিটিউট ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। আধুনিক ভাষা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি ইনস্টিটিউট। আরবী, ফরাসি, জাপানি ভাষায় স্বল্পমেয়াদী ও জাপানি ভাষায় এলিমেন্টারী কোর্স। আরবী, ফরাসি ও জাপানি ৬০ ঘণ্টা (২ মাস) জাপানি ১৫০ ঘণ্টা (প্রায় ৬ মাস)।
ভর্তি বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: আধুনিক ভাষা ইনস্টিটিউট ঢাবি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পাস
কোর্স: ভাষা প্রশিক্ষণ কোর্স
ভর্তির সময়: সকাল ১০টা-বিকাল ৪টা (অফিস চলাকালীন সময় পর্যন্ত) (রবিবার থেকে বৃহস্পতিবার)
কোর্সের মেয়াদ: আরবী, ফরাসি ও জাপানি ৬০ ঘণ্টা (২ মাস) জাপানি ১৫০ ঘণ্টা (প্রায় ৬ মাস)
ক্লাশের সময়: আরবী, ফরাসি, জাপানি : সন্ধ্যা ৬টা-রাত ৮:৩০টা পর্যন্ত।
ভর্তি ফর্ম প্রদান: ১০ অক্টোবর ২০২২ থেকে আসন পূরণ না হওয়া পর্যন্ত
ক্লাশ শুরুর সম্ভাব্য সময়: অক্টোবর শেষ সপ্তাহ, ২০২২
ভর্তির জন্য যোগাযোগ: জাপানি : কক্ষ নং : ১২৬ (৬০ ঘণ্টার জন্য) আরবী, ফরাসি,
জাপানি : কক্ষ নং : ১২৩ (জাপানি ১৫০ ঘণ্টার জন্য)
আসন: সীমিত। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে।
শুধু আরবী, ফরাসি (৬০ ঘণ্টা), জাপানি (১৫০ ঘণ্টা) এলিমেন্টারি কোর্সে ভর্তির জন্য নিম্নোক্ত ওয়েবলিংকে (https://www.seba-iml-du.com/General/Home/Application) প্রবেশ করে ভর্তি সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করা যাবে।
Discussion about this post