বিনোদন ডেস্ক
বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। এ অনুসারে শনিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস। এ উপলক্ষে প্রতিদিন ইফতারের আগে বৈশাখী টেলিভিশন প্রচার করবে একটি বিশেষ ধারাবাহিক।
‘রোজাদারের আনন্দ’ নামের এই নাটকটির গল্প লিখেছেন টিপু আলম মিলন। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। গল্পের মাধ্যমে রমজানের ফজিলতগুলো নাটকটিতে তুলে ধরা হবে বলে জানিয়েছেন নির্মাতা।
নাটকটির গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘রোজা তো আনন্দের বিষয়, সেটি উঠে আসবে এই গল্পে। রোজা রাখার বিষয়ে মুসলিমদের উৎসাহ দেওয়া এবং এর উপকারিতা তুলে ধরাই নাটকটির মূল উদ্দেশ্য। ধারাবাহিকটির গল্প সাজিয়েছি সেভাবেই। আর প্রচারের সময় হিসেবে বেছে নিয়েছি ইফতারের আগের বিশেষ সময়টিকে। এ কারণে বেশিরভাগ মানুষ একসঙ্গে বসে নাটকটি উপভোগ করতে পারবেন।’
‘রোজাদারের আনন্দ’ ধারাবাহিকে অভিনয় করেছেন ফারুক আহমেদ, মাসুম বাশার, সাবেরী আলম, জামিল হোসেন, প্রকৃতি, আমিন আজাদ, মন্দিরা চক্রবর্তী, আশরাফ কবির প্রমুখ।
প্রথম রমজান (শনিবার, ২৫ এপ্রিল) থেকে শুরু হয়ে প্রতিদিন বিকাল ৫টা ১৫ মিনিটে ‘রোজাদারের আনন্দ’ নাটকটি বৈশাখী টিভিতে প্রচার হবে।
Discussion about this post