নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৬ জন শিক্ষার্থীকে ড. কুলসুম আবুল বাশার মজুমদার বৃত্তি ২০১৯ ও ২০২০ প্রদান করা হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আবু সাঈদ, সাদিয়া আফরোজ কলি, শারমিন আক্তার, সায়লা ফারজানা মিতু, মোছা. সাবরিনা আফরিন এবং রায়হানাতুল জান্নাত।
সোমবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
এছাড়া, উপাচার্য বিভাগ আয়োজিত মুজিববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের অধ্যাপক ড. আবদুস সবুর খান।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, গুণগতমান বজায় রেখে সকলের অংশগ্রহণে এ ধরনের একটি সুন্দর ও পরিশীলিত অনুষ্ঠান শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বৃত্তি ও পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, নিজেদের সুস্থ রাখতে শিক্ষার্থীদের সুন্দর দৃষ্টিভঙ্গীর চর্চা, ইতিবাচক চিন্তাভাবনা, সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং নিয়মিত শরীর চর্চা করতে হবে।
শিক্ষার্থীদের নানান প্রতিকূলতা মোকাবিলায় বিষয়ভিত্তিক শিক্ষার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং প্রায়োগিক, ব্যবহারিক ও জীবনমুখী শিক্ষা প্রদানের জন্য উপাচার্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
Discussion about this post