অনলাইন ডেস্ক
প্রত্যেকবার পাসওয়ার্ড পরিবর্তন করার পরও অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে, ভালো পাসওয়ার্ড সেট করার পরেও হ্যাকারদের কাছ থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। আসলে আমাদের কাছে যে পাসওয়ার্ডটি খুব শক্তিশালী, হ্যাকারদের কাছে সেটা একদমই সহজ। তাই অ্যাকাউন্ট নিরাপদ রাখতে পাসওয়ার্ড দেওয়ার সময় সচেতনভাবে দিতে হবে। কয়েকটি সাধারণ বিষয় মনে রেখে যদি পাসওয়ার্ড সেট করা হয়, তাহলে অ্যাকাউন্ট হ্যাকারদের হাত থেকে নিরাপদ ও সুরক্ষিত রাখা যাবে।
কীভাবে সহজে পাসওয়ার্ড সেট করলে তা নিরাপদ রাখতে পারবেন জেনে নিন-
> পাসওয়ার্ড সেট করার সময় প্রথমেই খেয়াল রাখবেন যেন লেটারগুলো ক্যাপিটাল হয় এবং এর সঙ্গে ব্যবহার করতে পারেন স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে রয়েছে, #$%¼&* ইত্যাদি।
> কমপক্ষে ৬ অক্ষরের বড় পাসওয়ার্ড নির্বাচন করা উচিত। এর ফলে খুব একটা হ্যাকিংয়ের সম্ভাবনা থাকে না। আরও ভালো হয়, যদি অক্ষর ও সংখ্যার মিশেলে পাসওয়ার্ড তৈরি করা হয়।
> কোনো পরিচিত শব্দ পাসওয়ার্ড হিসেবে সেট করা থেকে বিরত থাকুন। যেমন পরিবারের কোনো সদস্যের নাম অথবা নিজের নাম পাসওয়ার্ড হিসেবে সেট করবেন না। কারণ, আপনার পরিবারের প্রত্যেকের নাম পরিচিতরা জানে।
> অনেকেই আবার জন্মসাল পাসওয়ার্ড হিসেবে সেট করেন। সেটা একদমই ঠিক নয়। কারণ, জন্ম তারিখ- সাল খুব সহজেই মানুষ জেনে যেতে পারে। তাই অবশ্যই জন্মসাল-তারিখ এড়িয়ে চলা উচত।
Discussion about this post