শিক্ষার আলো ডেস্ক
‘International Collegiate Programming Contest (ICPC)-2021’ এর এশিয়া আঞ্চলিক পর্ব- তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ‘DU_NotStrongEnough’ দল প্রথম স্থান অধিকার করেছে ।
ICPC-2021 এর ২ দিনব্যাপী আয়োজিত এশিয়া আঞ্চলিক পর্ব বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি)তে অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হওয়া উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের পাবলিক- প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজ সমূহের ১৬৫টি প্রতিযোগীদল অংশগ্রহণ করে।
প্রথম স্থান অধিকার করা দলের সদস্যরা হলেন- বিভাগের ২৩তম ব্যাচের আয়মান রাশিদ, জুবায়ের রহমান (নির্ঝর) এবং ২৪তম ব্যাচের অয়ন শাহরিয়ার। এছাড়াও অত্র বিভাগের আরও ২টি দল শীর্ষ ১০ –এ এবং অপর ৩টি দল শীর্ষ ২৫ –এ স্থান পেয়েছে।
উল্লেখ্য, ICPC সারা বিশ্বে সর্বাধিক মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা হিসেবে পরিচালিত হয়ে আসছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন আঞ্চলিক (Regional) প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী দলের অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্ত (ICPC World Final) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Discussion about this post