শিক্ষার আলো ডেস্ক
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগ এর মুটিং ক্লাব কর্তৃক আয়োজিত Workshop on Mooting Skills শীর্ষক কর্মশালার দ্বিতীয় ধাপের অনুষ্ঠান মঙ্গলবার ( ১১ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি মিলনায়তনে বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডীন ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম আবু নোমান, ফ্যাসিলিটেটর ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের সহকারী অধ্যাপক সাইদ আহসান খালিদ।
আইন বিভাগের শিক্ষক আসমা আল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহারিয়ার, আইন বিভাগের শিক্ষক তৌহিদুল ইসলাম, আমিনুল হক সিদ্দীকি, খাদিজাতুল কোবরা, সিদরাতুল মুনতাহা তৃণা, রিদুয়ানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব বলেন, মানুষ, সমাজ, দেশ পরিচালনার জন্য আইন মুখ্য ভূমিকা পালন করে এবং আইনজীবীরা আইনের সেবক হিসেবে কাজ করে। কিন্তু আইন বিভাগ থেকে পাসকৃত অনেক ছাত্র-ছাত্রী আইন পেশায় হয়তো সমান দক্ষতা দেখাতে পারেন না শুধুমাত্র আদালতে তাদের নথি প্রদান এবং উপস্থাপনের যথাযথ নিয়ম পরিপালন না করার জন্য। সেই নিরিখে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইন পেশায় প্রবেশের পূর্বে ছাত্র-ছাত্রীদের একজন দক্ষ আইনজীবী হিসেবে তৈরি করার নিমিত্তে বিভিন্ন কর্মশালা, সেমিনার এবং ট্রেনিং এর ধারাবাহিক আয়োজন করছে। আশা করি ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা অর্জনের ক্ষেত্রে এ আয়োজনসমূহ সহায়ক ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি প্রফেসর এ.বি.এম আবু নোমান বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রে একজন দক্ষ আইনজীবী হিসেবে নিজেকে উপস্থাপন করার ক্ষেত্রে প্রশিক্ষণের বিকল্প নেই। একজন ছাত্রকে প্রশিক্ষিত মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের জন্য ধারাবাহিকভাবে যে ট্রেনিং, কর্মশালা ও সেমিনারের আয়োজন করেছে তা প্রশংসার দাবীদার ।
ফ্যাসিলিটেটর সাইদ আহসান খালিদ বলেন, সময়ের সাথে সাথে আইন পেশারও উন্নতি হয়েছে। নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চতর আদালত তথা আন্তর্জাতিক আদালতে বিচার কার্য সম্বন্ধে জানতে হবে। তাই আইন পেশায় নিজেকে নিয়োজিত করার পূর্বে বুঝতে হবে, জানতে হবে বিচারক এবং আদালত আপনার কাছে কোন বিষয়টি জানতে চাইছে এবং তা যদি আপনি সঠিকভাবে উপস্থাপন করতে না পারেন তাহলে আপনি আইন পেশায় নিজেকে দক্ষ হিসেবে তৈরি করতে পারবেন না। সেই আলোকে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রশিক্ষিত আইনজীবী হিসেবে তৈরি করার লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মশালার আয়োজন করছে, যা সময়োপযোগী সিদ্ধান্ত।
কর্মশালায় আইন বিভাগের বিভিন্ন সেমিস্টারের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
Discussion about this post