নিজস্ব প্রতিবেদক
ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাষ্ট এবং চাঁদপুর সরকারি কলেজ এর অনুপ্রেরণায় চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম) এবং চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (সিসিডিএফ) এর আয়োজনে এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর সহযোগিতায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উৎসবের শ্লোগান ‘শুদ্ধ চিন্তা মুক্ত থাকুক যুক্তির আশ্রয়ে।’
দেশের সবচেয়ে বড় এই বিতর্ক উৎসবে ইতোমধ্যেই দেশের ৩২ টি বিশ্ববিদ্যালয় আন্ত: বিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২২ এর জন্য নিবন্ধন এবং অংশগ্রহণ নিশ্চিত করেছে। আজ থেকে বিতার্কিকদের এই মিলনমেলা শুরু হলো। জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও আগামী ১৪-১৫ অক্টোবর ১৫০ টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০০ এরও অধিক বিতার্কিক এবং বিতর্ক অনুরাগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে জাতীয় বিতর্ক উৎসব।
চাঁদপুরে অনুষ্ঠিতব্য ভাষাবীর এম এ ওয়াদুদ জাতীয় বিতর্ক উৎসব-২০২২-এর লোগো উন্মোচন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানী ঢাকার সরকারি বাসভবনে আয়োজকদের উপস্থিতিতে তিনি এই উৎসবের লোগো উন্মোচন করেন।
এছাড়া অনুষ্ঠানসূচীতে আজ রাতে উৎসব এর মূল আকর্ষণ ‘ডিবেটার্স মিট উইথ ডা. দীপু মনি’ এবং ফেলোশীপ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
Discussion about this post