নিজস্ব প্রতিবেদক
বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে লিঙ্গ সমতার ধারণাকে তুলে ধরতে সারা দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের সমান সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত হয়েছে ‘ব্রিটিশ পার্লামেন্টারি বাংলা বিতর্ক প্রতিযোগিতা’।
এতে চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী মোহাম্মদ হাসিব খান ও শেখ সাদিয়া সিদ্দিকা।
গত শনিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) প্রাঙ্গণে দুই দিনের টুর্নামেন্ট শেষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। নারী ও পুরুষ প্রতিযোগীর সমান অংশগ্রহণের কারণে এ প্রতিযোগিতার নাম দেওয়া হয় ‘ফিফটি-ফিফটি’।
প্রতিযোগিতায় সারা দেশ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৯০টি দল রেজিস্ট্রেশন করে। আয়োজনের প্রথম দিন ১৬টি দলে ৩২ জন বিতার্কিক মূল পর্বে অংশ নেয়। পরপর ৩ রাউন্ড বিতর্কের পর মোট ৪টি দল চূড়ান্ত পর্বে অংশ নেয়।
প্রতিযোগিতায় ‘ডিবেটর অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আবদুল্লাহ আল বাঁধন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মির্জা সাকি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ বখতিয়ার। ‘ডিবেটার অফ দা ফাইনাল’ নির্বাচিত হন মোহাম্মদ হাসিব খান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান।
এতে আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধ্যাপক এবং আইইআর ডিবেটিং ক্লাবের মডারেটর মো. ফজলুর রহমান, অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমান, বাংলাদেশ মহিলা সমিতির সভাপতি ফওজিয়া মোসলেম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি শেখ মো. আরমান প্রমুখ।
Discussion about this post