অনলাইন ডেস্ক
করোনায় সৃষ্ট বিপর্যস্ত পরিস্থিতিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে। আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
শুক্রবার(২৪ এপ্রিল) রাতে নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক মোঃ মজনুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এই দুর্যোগকালীন পরিস্থিতিতে অস্বচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে নোবিপ্রবি শিক্ষক সমিতি সকলের প্রচেষ্টাকে একত্রিত করে একটি সহযোগিতা তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে এবং শিক্ষক সমিতি বিশ্বাস করে দীর্ঘ এই দুর্যোগকে মোকাবেলা করতে সকলের সমন্বিত প্রয়াসে একটি নির্দিষ্ট সমন্বয় প্রক্রিয়া এখন খুবই জরুরি।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে তথ্য সংগ্রহ করে বিভাগীয় চেয়ারম্যান কর্তৃক যাচাই-বাছাই করে অস্বচ্ছল শিক্ষার্থীদের লিস্ট তৈরী করা হবে। তারপর বিকাশ, রকেট, নগদ ও ব্যাংকসহ বিভিন্ন অর্থ বিনিময় মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সাহায্য প্রেরণ করবে।
Discussion about this post