শিক্ষার আলো ডেস্ক
সিন্যাপস র্যাংকিংয়ে ২৮৯ পয়েন্ট নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং টিম ৯ ধাপ এগিয়ে ১৭তম স্থানে এসেছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সিন্যাপস তার নিজস্ব ফেসবুক পেইজে এই র্যাংকিংয়ের তালিকা প্রকাশ করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এটি খুবই ভালো একটি সংবাদ আমাদের জন্য। এই অর্জনটা একটি স্বীকৃতি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষাদান, শিক্ষা ও গবেষণায় একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সঠিক পথে অগ্রসর হচ্ছে। যেসব শিক্ষার্থীদের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই অবস্থানে এসেছে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং প্রকৌশল অনুষদের শিক্ষাবিদদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। তবে শুধু আইসিপিসি নয়, সবক্ষেত্রেই আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিচয় করে দিতে চাই। আমরা শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য দক্ষ প্রশিক্ষক আনবো।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ৪৫ টি জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার ওপর ভিত্তি করে সিন্যাপস এই র্যাংকিং তালিকা প্রকাশ করে আসছে।
Discussion about this post