নিজস্ব প্রতিবেদক
চিকিৎসক-প্রকৌশলীরাও অন্য পেশায় যেতে পারবেন বলে যুক্তি তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল শনিবার চাঁদপুর সরকারি কলেজে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি পেশাবদলের পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন।
শনিবার চাঁদপুর সরকারি কলেজে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক বিতর্ক প্রতিযোগিতায় পেশা বদলের পক্ষে অবস্থান নেন শিক্ষামন্ত্রী। তার দলে ছিলেন ড. শামীম রাজা ও মাহফুজ মিশো। আর পেশা বদলের বিপক্ষে ছিলেন অধ্যাপক মশিউর রহমান। তার দলে ছিলেন ডা. আব্দুন নুর তুষার, মোজাম্মেল হক বাবু।
বিতর্কে ডাক্তার বা প্রকৌশলীরা অন্য কোনো পেশায় যেতে পারবে না- প্রতিপক্ষের বক্তা মোজাম্মেল হক বাবুর এমন প্রস্তাবের বিরোধিতা করে শিক্ষামন্ত্রী বলেন, জীবনের বিভিন্ন পর্যায়ে স্বপ্ন বদলায়। এজন্য মানুষের পথ বদলানোর সুযোগ থাকতে হয়। কাজেই যে অন্য পেশায় যেতে চায় তার সে পেশায় যাওয়ার স্বাধীনতা থাকা উচিত।
এসময় তিনি মঞ্চে থাকা চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্বতে দেখিয়ে বলেন, আজকে তারা বড় সাংবাদিক, বড় মিডিয়া ব্যক্তিত্ব, তারা দেশের সেলিব্রেটি মানুষ। তাহলে যদি পেশা বদলাতে না পারতেন, তাহলে কি এসব সম্ভব হতো? কাজেই আমরা এই প্রস্তাবনার বিরোধিতা করছি। পেশা বদল করতে না পারা মানুষের মৌলিক স্বাধীনতা বিরোধী।
Discussion about this post