নিজস্ব প্রতিবেদক
সাধারণত প্রথমবার ভর্তি পরীক্ষা দিয়ে সুযোগ না পাওয়া অনেক শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ যেন এক আশীর্বাদ স্বরুপ। তবে বর্তমানে সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকে না। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাবি অন্তর্ভুক্ত সাত কলেজে সেকেন্ড টাইমের সুযোগ না থাকলেও অন্তত ২২টি বিশ্ববিদ্যালয়ে থাকছে সেকেন্ড টাইমের সুযোগটি।
সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর একটি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর যেসব ভর্তিচ্ছুরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয় কিংবা পছন্দের বিষয়ে ভর্তির সুযোগ পান না তারাই মূলত সেকেন্ড টাইমের প্রস্তুতি নেন। এসব ভর্তিচ্ছুদের বড় একটি অংশের আবার পছন্দের তালিকায় শীর্ষে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মত বিশ্ববিদ্যালয়গুলো। কিন্তু এগুলোতে নেই সেকেন্ড টাইমের সুযোগ।
তথ্য সূত্র বলছে, ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০২১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ২০২২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমের সুযোগ বন্ধ করে দেয়া হয়। মূলত ঢাবিতে সেকেন্ড টাইমের সুযোগ বন্ধ হওয়ার পর থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও সেকেন্ড টাইম বন্ধ করে দেয়।
বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম না রাখার বিষয়ে ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেছেন, ২০১৪ সালে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা তুলে দেওয়া হয়েছিল। এর পেছনে অনেকগুলো কারণ ছিল। এই কারণগুলো সেসময় আমরা সকলেই যৌক্তিক মনে করেছিলাম, এখনো করি। এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের পক্ষে না।
এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর দেয়া তথ্য মতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস (বিইউপি), ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলোজি, কৃষি গুচ্ছ সমন্বিত ৭ বিশ্ববিদ্যালয় (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), খুলনা বিশ্ববিদ্যালয়,বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ।
Discussion about this post