খেলাধূলা ডেস্ক
৬ ম্যাচে ৪৪ গোল। গত বছর দুর্দান্ত এক মৌসুম পার করেছেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। সেটারই পুরষ্কার মিললো আজ প্যারিসের থিয়েটার দ্যু শাটেলে’তে। প্রথমবারের মতো ফ্রান্সের এই খেলোয়াড় জিতে নিলেন ব্যালন ডি’অর।
করিম বেনজেমার ব্যালন ডি’অর জেতাটা একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সোমবার রাতে ফ্রান্সের প্যারিসে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বেনজেমার হাতে তুলে দেওয়া হয় ‘ব্যালন ডি’অর ২০২২’। ৩৪ বছর বয়সে জীবনে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা।
ফ্রান্সের সর্বশেষ ফুটবলার হিসেবে ১৯৯৮ সালে ব্যালন ডি’অর জেতেন জিদান। কিংবদন্তি এই ফুটবলারের পর পুরস্কারটি দেশে ফেরালেন বেনজেমা। ২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত হয় মেসি, না হয় রোনালদো এই পুরস্কার জেতেন। ২০১৮ সালে জেতেন লুকা মদ্রিচ, পরের বছর আবারও মেসি।
এবারের ব্যালন ডি’অর জেতার পথে বেনজেমা পেছনে ফেলেছেন রবার্ট লেভানডোভস্কি, কেভিন ডি ব্রুইনে ও সাদিও মানেকে।
সদ্য ব্যালন ডি’অর জেতা বেনজেমা গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জেতানোয় বিরাট অবদান রেখেছেন।গুরুত্বপূর্ণ সব ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে দলকে নিয়ে গেছেন শিরোপার মঞ্চে। দুর্দান্ত সব রেকর্ডও যোগ করেছেন নিজের নামের পাশে।
উচ্ছ্বসিত বেনজেমা বলেন, এটা আমাকে গর্বিত করেছে। আমি কখনও হাল ছাড়িনি।
এদিকে বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার আলেক্সিয়া পুতেয়াস। প্রথম ফুটবলার হিসেবে দুবার মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন তিনি।
বর্ষসেরা গোলকিপার হিসেবে ‘ইয়াশিন ট্রফি’ জিতেছেন থিবো কোর্তোয়া।
Discussion about this post