খেলাধূলা ডেস্ক
টানা দ্বিতীয়বার শীর্ষ গোলস্কোরারের খেতাব জার্ড মুলার ট্রফি জিতেছেন রবের্ত লেভানদোভস্কি। মুলার ট্রফি হচ্ছে এক মৌসুমে ক্লাব ও নিজের দেশের হয়ে সর্বোচ্চ গোলের স্বীকৃতি।
বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দেওয়া লেভানদোভস্কি গত মৌসুমে ৫৬ ম্যাচে ৫৭ গোল করেছেন। ৩৫ গোল নিয়ে বুন্দেসলিগার শীর্ষ স্কোরারও ছিলেন। বায়ার্ন মিউনিখের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৫০ গোল। চ্যাম্পিয়নস লিগে ১৩ আর সুপার কাপে ২ গোল।
গত বছর প্রথমবার যখন এই ট্রফির প্রচলন হয় তখন তো ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বুন্দেসলিগায়। এক মৌসুমে সর্বোচ্চ ৪১ গোল করার কীর্তি গড়েছেন। যা পূর্বে দখলে ছিল জার্মান কিংবদন্তি জার্ড মুলারের। ৪৯ বছর পর সেই রেকর্ড নিজের করে নিয়েছেন পোলিশ স্ট্রাইকার।
পোলিশ এই স্ট্রাইকার ৩৪ বছর বয়েসেও আছেন দারুণ ফর্মে। বার্সেলোনার হয়ে গত মৌসুমে লা-লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে করেছেন ১৪ গোল। এছাড়া জাতীয় দলের জার্সিতেও গোল রয়েছে তার।
বায়ার্ন মিউনিখ থেকে গত মৌসুমেই বার্সেলোনায় যোগ দিয়েছেন এই পোলিশ গোলমেশিন। আগামীতেও গোলের ধারা বজায় রাখতে চান বলে জানিয়েছেন তিনি। লেভা বলেন, ‘সামনে আরও অনেকটা পথ বাকি আছে। তরুণরা বেশ ভালো খেলছে। তবে আমি এখনো আছি ফুরিয়ে যাইনি। নিজেকে প্রতিযোগিতার মধ্যে রাখতে চাই। ’
এখনও ব্যালন ডি’অর জয়ের অপেক্ষায় থাকা লেভানদোভস্কি গতবার তো জয়ের কাছে থেকেও মেসির কাছে অল্পের জন্য সেটি হারিয়েছেন। তবে ২০২০ সালে এই খেতাব জিততে ফেভারিট হিসেবে থাকলেও দুর্ভাগ্যজনকভাবে করোনাকালে সেই বছর পুরস্কার অনুষ্ঠান বাতিল করা হয়।
Discussion about this post