তানভীর পিয়াল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও ‘শহিদ শেখ রাসেল দিবস’ উপলক্ষে আজ ১৮ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। তিনি বলেন, পিতার মতোই দরদী ও মানবিক গুণে গুণান্বিত ছিলো শেখ রাসেল। সদ্য স্বাধীন বাংলাদেশের মতোই অপার সম্ভাবনা নিয়ে বড় হয়ে উঠছিলো শিশু রাসেল। ঘাতকের নির্মম আঘাত তাকে কেড়ে না নিলে হয়তো একজন আদর্শ নেতা পেতো এ জাতি। মানুষের পক্ষে সবচেয়ে নির্মম ও ঘৃণ্যতম অপরাধ হলো শিশুহত্যা।
সভাপতির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক সামস-উদ দোহা বলেন, বাঙালির ইতিহাসের অন্যতম কালোদিন ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে স্বাধীনতাবিরোধী শক্তি। ঘাতকেরা নিষ্পাপ শিশু শেখ রাসেলকেও বাদ দেয়নি। ১৫ আগস্ট শুধু একটি পরিবারকেই নয়, বাংলাদেশের ভবিষ্যতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো নৃশংস হত্যাকারীরা।
রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ইসতিয়াক আজিজ জাহেদ, প্রক্টর মু. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক অনন্যা নন্দী প্রমুখ। এতে সকল ফ্যাকাল্টি মেম্বার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post