বিনোদন ডেস্ক
‘দ্য সেভেন মুনস অব মালি আলমিডা’ উপন্যাসের জন্য ২০২২ সালের বুকার পুরস্কার পেলেন শ্রীলঙ্কার লেখক শেহান করুণাতিলক। সহিংস গৃহযুদ্ধের প্রেক্ষাপটে সুপারন্যাচারাল স্যাটায়ারধর্মী গল্প বোনার জন্য তিনি এই স্বীকৃতি জিতেছেন।
গতকাল সোমবার ব্রিটেনের কুইন কনসোর্ট ক্যামিলার হাত থেকে পুরস্কারটি নেন শেহান। মঞ্চে দাঁড়িয়ে এ অর্জনকে সম্মানের বলে উল্লেখ করেন লেখক। অনুষ্ঠানে আরো ছিলেন পপ তারকা দুয়া লিপা।
যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ফিকশনের জন্য দেয়া সম্মানজনক বুকার পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড। এ ছাড়া সংক্ষিপ্ত তালিকায় থাকা পাঁচজন লেখককে আড়াই হাজার পাউন্ড করে দেয়া হয়।
শেহান করুনাতিলকের এই উপন্যাসের মূল চরিত্র একজন মৃত ফটোগ্রাফার। যিনি হঠাৎ জীবিত হয়ে উঠেন। এরপর যুদ্ধের নৃশংসতা তুলে ধরতে নিজের ছবি খুঁজতে থাকেন।
শেহান জানান, ২০০৯ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ শেষ হওয়ার পর মৃতদের দৃষ্টিভঙ্গি নিয়ে একটি ভৌতিক গল্প লেখার সিদ্ধান্ত নেন। যুদ্ধ কতজন বেসামরিক মানুষ মারা গিয়েছিল এবং কার দোষ ছিল; তা নিয়ে শ্রীলঙ্কা জুড়ে ওই সময় তুমুল বিতর্ক চলছিল।
Discussion about this post